গেটস স্কলারশিপ (TGS) এর লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করা। তবে এটি একটি প্রতিযোগিতামূলক বৃত্তি এবং উচ্চ অ্যাকাডেমিক পারফরম্যান্স বিচার করে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা হয়। টিউশন ফি, থাকার খরচ, বই এবং পরিবহণের জন্য যাবতীয় খরচ কভার করে এই বৃত্তি৷ অন্যান্য ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত হতে পারে এই বৃত্তিতে।
from National News in Bengali by News18 Bengali https://ift.tt/FA7cUtI