Debina Bonnerjee: দুই বাচ্চা কোলে হাউ হাউ কান্না দেবিনার! ঘুরতে গিয়ে কী হল বাঙালি নায়িকার

অভিনেত্রী দেবিনা বন্দ্যোপাধ্যায় ২০২২ সালে দুই সন্তানের জন্ম দিয়ে সবাইকে অবাক করে দেন। অভিনেত্রী ২০২২-এর এপ্রিলে প্রথম কন্যা লিয়ানা এবং নভেম্বরে দ্বিতীয় কন্যা দিবিশার জন্ম দেন। তবে এতো আনন্দের মধ্যেও তিনি চিন্তিত তাঁর বাড়তে থাকা ওজন নিয়ে।