'মুকুট'হীন শ্রীপর্ণা এবার 'গাঁটছড়া'য়। কিছুদিন আগেই শ্রীপর্ণা রায় 'মুকুট' ধারাবাহিক থেকে সরে দাঁড়িয়েছেন। এই বিষয়ে অবশ্য তিনি খুব একটা মুখ খোলেননি। কেবল জানিয়েছেন কিছু সমস্যার জন্য তাঁকে সরে দাঁড়াতে হচ্ছে। সপ্তাহ ঘুরতে না ঘুরতেই অভিনেত্রীকে দেখা গেল 'গাঁটছাড়া'য়।