Ziaul Faruq Apurba-Afran Nisho: অপূর্ব এবং নিশোর চেহারাগত সাদৃশ্যও চোখে পড়ার মতো। দর্শকদের অনেকেই দুই অভিনেতার ফারাক বুঝে উঠতে পারেন না। অনেকেই অপূর্বকে নিশো বলে ধরে নেন। একাংশ আবার অনায়াসেই নিশোকে অপূর্ব মনে করে প্রশংসা করে থাকেন।