Sridevi Death: বলিউডের চাঁদনি-র মৃত্যু নিয়ে আজও ধোঁয়াশা রয়েছে টিনসেল টাউনে৷ শ্রীদেবীর মৃত্যুর ৫ বছর পার হয়ে গেলেও তাঁর মৃত্যু নিয়ে স্পিকটি নট ছিলেন বনি কাপুর৷ তবে আর নয়, একাধিক অভিযোগে বিদ্ধ হয়ে প্রথমবার নীরবতা ভেঙে মুখ খুললেন বনি কাপুর৷