Shah Rukh Khan: দিন কয়েক আগেই মুক্তি পেয়েছে ‘জানে জান’। দুই অভিনেতা জানান যে, তাঁরা দু’জনেই শাহরুখ খানের ফোন পেয়েছেন। তখনই ‘জওয়ান’ অভিনেতা জানিয়েছেন যে, তিনি ‘জানে জান’ দেখেছেন এবং তা দারুণ ভাবে উপভোগ করেছেন।