উত্তরবঙ্গে কাজ করতে গিয়ে কী কী দেখেছেন তিনি? একটি সংবাদ মাধ্যমকে সেই অভিজ্ঞতার কথা বলতে গিয়ে অভিনেত্রী জানান, মূর্তির আশেপাশে প্রায়ই হাতি দেখা যায়। কিন্তু তাঁদের শুটিংয়ের ফাঁকে একদিন তিনি অজগর দেখতে পান!