গেটস স্কলারশিপ (TGS) এর লক্ষ্য হল নিম্ন আয়ের পরিবারের পড়ুয়াদের উচ্চশিক্ষায় সহায়তা করা। তবে এটি একটি প্রতিযোগিতামূলক বৃত্তি এবং উচ্চ অ্যাকাডেমিক পারফরম্যান্স বিচার করে শিক্ষার্থীদের তালিকাভুক্ত করা হয়। টিউশন ফি, ​​থাকার খরচ, বই এবং পরিবহণের জন্য যাবতীয় খরচ কভার করে এই বৃত্তি৷ অন্যান্য ব্যক্তিগত খরচও অন্তর্ভুক্ত হতে পারে এই বৃত্তিতে।

from National News in Bengali by News18 Bengali https://ift.tt/FA7cUtI