Jab We Met 2 : ছবি মুক্তির আগে ‘যব উই মেট’ নিয়ে তত কথাবার্তা হয়নি। কিন্তু মুক্তির পর লোকের মুখে মুখে সেই ছবি সাফল্যের শিখর ছুঁয়েছিল। আজও বলিউডের সেরা প্রেমের ছবিগুলির মধ্যে উপরের দিকেই নাম থাকবে এই ছবির।