বাঙালির সাংস্কৃতিক চর্চার মধ্যে নাটক অন্যতম। বহুদিন আগেও যেমন জনপ্রিয় ছিল, এখনকার ডিজিটাল যুগেও কার্যত অপ্রতিদ্বন্দ্বী নাটক। তাই পাড়ার মঞ্চ হোক বা কলকাতার বড় আসর সব জায়গাতেই নাটকের জয়জয়কার। শনিবার কলকাতায় শুরু হচ্ছে নাট্যৎসব।